বার্সা নয়, চেলসিতেই থাকছেন আজপিলিকুয়েতা
প্রকাশিত: ১২:৫০ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১২:৫১ ৬ আগস্ট ২০২২

ফাইল ছবি
আন্তোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে গেছেন আগেই। মাঝে দলনেতা সিজার আজপিলিকুয়েতাকে হারানোর শঙ্কাও জাগে চেলসি শিবিরে। গুঞ্জন ছিল বার্সেলোনায় যোগ দেবেন তিনি। তবে আপাতত সেই দুর্ভাবনা কেটে গেছে।
স্ট্যামফোর্ড ব্রিজেই থাকতে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আজপিলিকুয়েতার বার্সেলোনায় পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল বেশ জোরেশোরে। কিছুদিন আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন দলটির কোচ টমাস টুখেল।
এদিকে গত মৌসুম শেষ হতেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমান নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক জার্মানির রুডিগার। পরে আরেক সেন্টার-ব্যাক ডেনমার্কের ক্রিস্টেনসেনকে দলে টানে বার্সেলোনা। দলের প্রয়োজনের রাইট-ব্যাক ও সেন্টার-ব্যাকে খেলতে পারদর্শী আজপিলিকুয়েতাকেও হারালে বড় বিপদেই পড়ে যেত চেলসি।
গত ১০ মৌসুম স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো আজপিলিকুয়েতা এর আগে ২০১৮ সালে শেষবার চুক্তির মেয়াদ বাড়ান। চার বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরই।
২০১২ সালে মার্সেই থেকে চেলসিতে যোগ দেওয়া আজপিলিকুয়েতা নতুন চুক্তি করতে পেরে খুশি। তিনি বলেন, চেলসি আমার বাড়ি। এখানে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি সত্যিই খুশি।
তিনি আর বলেন, এখানে আসা এবং ক্লাবে যোগ দেওয়ার প্রায় ১০ বছর হয়ে গেল। এখানে আমি সত্যিকারের ভালোবাসা অনুভব করি এবং আমাদের নতুন পরিকল্পনা নিয়ে আমি রোমাঞ্চিত।
ডেইলি বাংলাদেশ/এএল