নারায়ণগঞ্জে পাটের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:২৯ ৬ আগস্ট ২০২২

ফাইল ছবি
নারায়ণগঞ্জের কুমুদিনীতে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, কুমুদিনীর ভেতরের ৬নং গোডাউনে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গোডাউনে পাট ব্যবসায়ী বসু বাবুর পাট মজুদ ছিল। আগুনে গোডাউনে থাকা পাট পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত এসে কাজ করে নিয়ন্ত্রণে আনি। কিছু পাট পুড়েছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনি বলা যাচ্ছে না।
ডেইলি বাংলাদেশ/আরএম