লাস্যময়ী কাজলের রূপ রহস্য
প্রকাশিত: ১২:২০ ৬ আগস্ট ২০২২ আপডেট: ১২:২২ ৬ আগস্ট ২০২২

অভিনেত্রী কাজল
৪৮ বছর পার করে ফেলেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কাজল। এখনো তিনি পুরোদমে কাজ করে চলেছেন। সম্প্রতি তার অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি তিন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে।
বড় পর্দায় কাজের পাশাপাশি ওটিটিতেও সরব তিনি। বলিউডের দক্ষ অভিনেত্রীদের একজন কাজল। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তিনি কম যান না। ৫০ ছুঁইছুঁই করলেও বয়সটাকে তিনি যেন ৩০ এর মধ্যে আটক ফেলেছেন। এর জন্য বেশ কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলেন তিনি।
কাজ দুই সন্তানের মা। অভিনয় ও সংসার সামলে নিজের যত্ন নিতে ভোলেন না তিনি। যত ঝামেলাই থাকুক কাজল নিয়ম করে আট ঘণ্টা ঘুমান। হাসিখুশি থাকেন সবসময়। প্রতিদিন ৬০ থেকে ৯০ মিনিট শরীর চর্চা করেন। অনেকেই ভুলে যান কিন্তু কাজল কখনই সানস্ক্রিনের কথা ভুলেন না। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করেন।
চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তারকাদের সবসময় মেকআপের ওপর থাকতে হয়। কিন্তু বাড়িতে এসেই তা তুলে ফেলেন কাজল। কখনই মেকআপ নিয়ে ঘুমাতে যান না। ত্বক ও শরীরের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন। নিয়মিত ত্বকের ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চরাইজিং করতেও ভোলেন না।
ডেইলি বাংলাদেশ/এএইচএস