দেশে ফিরেছেন ৫৫৬৫৪ হাজি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:০০ ৬ আগস্ট ২০২২

ফাইল ছবি
পবিত্র হজ পালন শেষে ১৫৭টি ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ জন হাজি। এছাড়া হজে গিয়ে মৃত্যু হয়েছে ২৬ জন বাংলাদেশির।
শনিবার (৬ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হজে গিয়ে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন।
উল্লেখ্য, এ বছর বিভিন্ন দেশ থেকে ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হজ করেছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে গিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন।
গত ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। শেষ হবে ৮ আগস্ট।
ডেইলি বাংলাদেশ/এআর