ছবি বিকৃতির দায়ে বিএনপিকর্মী নূর গ্রেফতার
নেত্রকোণা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৪৯ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৮:৪৫ ৬ আগস্ট ২০২২

গ্রেফতার বিএনপিকর্মী নূর মিয়া
অন্যের ছবি বিকৃত করে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করার অপরাধে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর শুক্রবার (৫ আগস্ট) বিকেলে ঐ যুবককে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
গ্রেফতার যুবক নূর মিয়া মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নূর মিয়া বিএনপির কর্মী। সে ছবি বিকৃত করে তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে আসছিল। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতেও সে এমন ছবি পোস্ট করে। পরে বিষয়টি জানতে পেরে রাতেই তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/এমআরকে