বিলে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রকাশিত: ২০:৪৮ ৫ আগস্ট ২০২২

ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সালাউদ্দিন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা-রামরাইল আঞ্চলিক সড়কের পাশে সেন্দা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালাউদ্দিন মিয়া সেন্দা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে সেন্দা গ্রামের তিন যুবক মাছ ধরার জন্য নৌকায় করে বিলে যান। এ সময় সালাউদ্দিন নৌকা থেকে পানিতে পড়ে যান। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে সালাউদ্দিনের নিথর দেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
ডেইলি বাংলাদেশ/এইচএন