হোয়াইট হাউজের কাছে ভয়াবহ বজ্রপাত, গুরুতর আহত ৪
প্রকাশিত: ১৯:১৮ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৯:২৪ ৫ আগস্ট ২০২২

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজের কাছে বজ্রপাতের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাহের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট)বজ্রপাতের এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউজের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ২ জন নারী ও ২ জন পুরুষ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন>> পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেন, হোয়াইট হাউজের কাছে লাফায়েট পার্কে বজ্রপাত আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা যায়।
সূত্র: বিবিসি
ডেইলি বাংলাদেশ/মাহাদী