মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: মারা গেলেন আরো একজন
প্রকাশিত: ১৬:০০ ৫ আগস্ট ২০২২ আপডেট: ২২:০৯ ৫ আগস্ট ২০২২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আয়াতুল ইসলাম আয়াত মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মারা যান আয়াত। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী।
তিনি বলেন, শুরু থেকেই আয়াতের অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। তাই তাকে আইসিইউতে রাখা হয়। তাকে নিয়ে আমাদের আগে থেকেই শঙ্কা ছিল। দুর্ঘটনায় মাথা ও ঘাড়ে আঘাত পান তিনি। এরপর থেকে তার জ্ঞান আর ফেরেনি। চিকিৎসকদেরও চেষ্টার কমতি ছিল না। শুক্রবার সকাল থেকে তার অবস্থার আরো অবনতি ঘটতে থাকে।
গত ২৯ জুলাই বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন সাতজন।
ডেইলি বাংলাদেশ/এমআর/জেএইচ