শিবির নেতা সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার
প্রকাশিত: ১৫:২৩ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৬:৩২ ৫ আগস্ট ২০২২

গ্রেফতার দুই শিবির নেতা- ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে শিবির নেতা সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এডিসি (জনসংযোগ) শাহাদাত হুসেন রাসেল।
এর আগে, বুধবার নগরের বায়েজিদ বোস্তামী থানার ভক্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- বেলাল উদ্দিন মুন্না ও মো. নাজিম উদ্দিন হিরু।
নগর পুলিশের এডিসি শাহাদাত হুসেন রাসেল বলেন, গ্রেফতার মুন্নার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানায় হত্যা, চাঁদাবাজি এবং বিস্ফোরণ আইনে সাতটি মামলা রয়েছে। এছাড়াও হিরুর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় বিস্ফোরণ আইনে পাঁচটি মামলা রয়েছে।
এর আগে, ২৬ জুলাই বায়েজিদ বোস্তামী থানার হাজিরপুল এলাকা থেকে সাজ্জাদের আরো দুই সহযোগী মোবারক ও জিসানকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি ফোম কারখানায় আগুন দেওয়ার অভিযোগ ছিল।
ডেইলি বাংলাদেশ/এমআর/এমআরকে