এক লাখ ইয়াবা উদ্ধার, ৮ রোহিঙ্গাসহ আটক ৯
প্রকাশিত: ১৪:৫৭ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৬:২৯ ৫ আগস্ট ২০২২

প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র্যাব। এর মধ্যে আটজনই রোহিঙ্গা নাগরিক।
বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে এ অভিযান চালানো হয়।
আটকরা হলো- টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার ওসমান গণির ছেলে জিয়াবুল হোসেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের জাফর আমানের ছেলে আলী উল্লাহ, জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ফজল আহমেদের ছেলে আবু তাহের, মিয়ানমারের আইক্যাপর মেহেরকুল এলাকার মো. শফিকের ছেলে মো. ইউনুস, নূরে আলমের ছেলে বদি আলম, আমিন হোসেনের ছেলে এনামুল হাছান, হাফেজ আহমদের ছেলে নূর মোহাম্মদ, মাহমুদ হোসেনের ছেলে মো. রফিক এবং সৈয়দ আহমেদের ছেলে মো. সাদেক।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, সমুদ্রপথে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদে র্যাবের একটি দল গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ চক্রটিকে আটক করে।
ডেইলি বাংলাদেশ/এইচএন/এমআরকে