তাইওয়ান উপকূলে আঘাত হানলো চীনের ১১ ক্ষেপণান্ত্র
প্রকাশিত: ১৩:৫৮ ৫ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
পাঁচ দিনের সামরিক মহড়ার অংশ হিসেবে দ্বিতীয় দিন তাইওয়ানের সমুদ্রসীমার পূর্ব অংশে ১১টি ক্ষেপণান্ত্র নিক্ষেপ করেছে চীন। এতে উত্তর, দক্ষিণ ও পূর্ব তাইওয়ান কেঁপে উঠে।
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিকেল সাড়ে ৫টায় জানায়, দুপুর ১টা ৫৬ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১টি ডংফেগ ক্ষেপণান্ত্র চালিয়েছে পিপল লিবারেশন আর্মি (পিএলএ)।
সিসিটিভি ও ওয়েবোর ফুটেজে দেখা যায়, তাইওয়ানের উপকূলে ক্ষেপণান্ত্রগুলো আঘাত হানছে। মানচিত্র অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো তাইওয়ানের পশ্চিম, উত্তর, পূর্ব দক্ষিণ-পূর্ব অংশে পড়ছে।
এর আগে, তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় রকেট মহড়ার ঘোষণা করে চীন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের সফর ঘিরে সৃষ্টি উত্তেজনার মধ্যে ঐ এলাকায় পাঁচদিন সামরিক মহড়ার অংশ হিসেবে রকেট বা ক্ষেপণান্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন।
গতকাল বিকেলে তাওয়ানের পূব উপকূলের জলসীমার একাধিক অঞ্চলে বিভিন্ন ধরনের সামরিক মহড়ার ঘোষণা করেন পিএলএর পূর্ব অঞ্চলের কমান্ডারের মুখপাত্র শি ই।
শি দাবি করছেন যে, তাদের লক্ষ্যবস্তু করা ক্ষেপণাস্ত্র সঠিক জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ