কান্নায় ভেঙে পড়েছেন যুবক, পিঠ চাপড়ে সান্ত্বনা দিল বানর
মজার খবর ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:২৮ ৫ আগস্ট ২০২২

কান্নায় ভেঙে পড়েছেন যুবক, পিঠ চাপড়ে সান্ত্বনা দিল বানর। ছবি: সংগৃহীত
সোফায় একেবারে লাটসাহেবের মতো বসে রয়েছে একটি বানর। একেবারে জামা-প্যান্ট পরে। পাশে এসে বসলেন এক যুবক। কোনো কারণে খুব ভেঙে পড়েছেন ঐ যুবক। কাঁদতেও দেখা যায় তাকে। যুবকের কান্না দেখে বানরটি যা করল...!
যুবককে সান্ত্বনা দিতে তার পিঠে চাপড়ে গিল বানরটি। শুধু তাই নয়, একটা সময় বানরের কোলে মাথা রাখলেন ঐ যুবক। তারপর সস্নেহে যুবকের পিঠে হাত দিয়ে চাপড়ে দিল বানরটি।
এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। আর তা নেটমাধ্যমে রীতি মতো ভাইরাল হয়ে গিয়েছে। বানরটির কাণ্ডে মুগ্ধ অনেকেই। 452- Ağlayan arkadaşını dizine yatırıp teselli eden maymun pic.twitter.com/gezl0NKX8g
ডেইলি বাংলাদেশ/এসএ