বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ স্বাগতিকদের
প্রকাশিত: ১২:৫০ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৩:২৯ ৫ আগস্ট ২০২২

ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিজেদের আধিপত্য বজায় রেখে জয়ের লক্ষ্যে মাঠে নামছে টিম বাংলাদেশ। শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালো স্বাগতিক জিম্বাবুয়ে।
এর আগে পাঁচ ম্যাচ সিরিজে জিম্বাবুয়ানদের তুলোধুনো করা তামিমের দল ফেবারিটের তকমা নিয়েই সাদা বলে খেলতে নামছে।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে ম্যাচটি। বরাবরের মতো টস ভাগ্য এবারো জিম্বাবুয়ের পক্ষে। টস জিতে স্বাগতিকরা বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। দেশের জনপ্রিয় টিভি চ্যানেল টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
এই মুহূর্তে ওয়ানডেতে বিশ্বের সেরা দল বাংলাদেশ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে টাইগার বাহিনী। এর মধ্যে সাতটিতেই জয় পায় তারা। ২০১৯ সালে শ্রীলংকা ও ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে দু’টি সিরিজ হারে লাল সবুজের দল।
বাংলাদেশ যখন তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামছে তখন তাদের নজর জয়ের সংখ্যাটা ২০’এ নেয়া। সব মিলিয়ে পরিসংখ্যানে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৮টিতে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি নেওয়া মুশফিকুর রহিম এই ম্যাচ দিয়ে আবারও খেলায় ফিরবেন। সকালের সুবিধা কাজে লাগানোর কথা ভাবলে বাংলাদেশ খেলাতে পারে তিন পেসার।
এর আগে গায়ানায় উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক পেসার নিয়েও নেমেছিল। হারারেতে এমন হওয়ার সম্ভাবনা নেই। একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম। স্পিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলামকে।
বাংলাদেশ এক সাকিব আল হাসান ছাড়া শক্তিশালী দল নিয়ে নামলেও জিম্বাবুয়ে পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকেই। সঙ্গে নেই শেন উইলিয়ামসও।
দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। ওয়ানডেতেও তাদের তুরুপের তাস হতে পারেন সিকান্দার রাজা। এছাড়া শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা রায়ান বার্লতো আছেনই!
বাংলাদেশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।
ডেইলি বাংলাদেশ/এসএল