খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
নাটোর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:৫০ ৫ আগস্ট ২০২২

ফাইল ছবি
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আড়াই বছরের আদিল হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউপির যোগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আদিল ওই গ্রামের আলেপ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে সে বাড়ির মধ্যে খেলছিল। এ সময় তার বড় চাচার ঘরের বারান্দায় থাকা চার্জার ভ্যানের বৈদ্যুতিক তারে হাত দিলে সে বিদ্যুৎস্পর্শ হয়। পরে পরিবারের তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি বাংলাদেশ/এসআরএস