ভাইয়ের শেষকৃত্যে এসে সাপের ছোবলে ছোট ভাইয়েরও মৃত্যু
প্রকাশিত: ১০:৪২ ৫ আগস্ট ২০২২

ফাইল ফটো
সাপের ছোবলে মৃত্যু হয় বড় ভাইয়ের। তাই ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে এসে সাপের কামড়ে মৃত্যু হলো ছোট ভাইয়েরও। বুধবার রাতে উত্তরপ্রদেশের ভওয়ানিপুরে এ ঘটনা ঘটেছে।
মৃত যুবকের নাম গোবিন্দ মিশ্র (২২)।
স্থানীয় সূত্র জানায়, সাপের ছোবলে গোবিন্দের দাদা অরবিন্দ মিশ্রের (৩৮) মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে বুধবার তার শেষকৃত্যে যোগ দিতে আসেন গোবিন্দ। বুধবার রাতে ঘুমোনোর সময় গোবিন্দকেও একটি সাপ ছোবল দেয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গোবিন্দের পাশাপাশি বুধবার রাতে একই বাড়িতে পরিবারের এক আত্মীয় চন্দ্রশেখর পাণ্ডেকেও একটি সাপ ছোবল দেয়। চন্দ্রশেখরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। গোবিন্দ ও চন্দ্রশেখর দুই জনেই অরবিন্দের শেষকৃত্যে যোগ দিতে লুধিয়ানা থেকে গ্রামে এসেছিলেন।
এ ঘটনার পর থেকে গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তারা ভবানীপুর গ্রাম পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক কৈলাসনাথ শুক্ল শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ডেইলি বাংলাদেশ/এমকেএ