সন্তানের জন্ম দিলেন স্বামী, খুশিতে আত্মহারা স্ত্রী!
প্রকাশিত: ২০:৫০ ৪ আগস্ট ২০২২ আপডেট: ২১:২১ ৪ আগস্ট ২০২২

ফাইল ছবি
প্রকৃতিগতভাবে নারীরা সন্তানধারণ করে থাকলেও সম্প্রতি সন্তানের জন্ম দিয়ে বেশ আলোড়ন ফেলেছেন এক পুরুষ।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর নাগরিক এস্তেবান ল্যান্ড্রাউ সম্প্রতি এই আলোড়নের সৃষ্টি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, একজন স্বাভাবিক মেয়ে হিসেবেই জন্ম নেন এস্তেবান ল্যান্ড্রাউ। কিন্তু পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে পুরুষে রুপান্তরিত হন তিনি। তবে পুরুষে রুপান্তরিত হলেও নিজের প্রজনন অঙ্গকে জন্মগত রুপেই ধরে রেখেছিলেন এস্তেবান। ফলে তার প্রজনন ক্ষমতা অক্ষত থাকে।
এদিকে এস্তেবানের সঙ্গী ডানা সুলতানাও একজন রুপান্তরকামী। কলম্বিয়ার নাগরিক ডানা একজন পুরুষ হয়ে জন্ম নিলেও পরবর্তীতে রুপান্তরকামী নারী হন। তিনিও তার প্রজনন অঙ্গকে জন্মগত রুপেই ধরে রেখেছেন।
নিজেদের সম্পর্ক নিয়ে ডানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা প্রথম সাক্ষাৎ করেন। সেখান থেকেই শুরু তাদের প্রেম-ভালোবাসা।
ডানা বলেন, ‘মিয়ামির এক রেস্তোঁরায় আমরা দেখা করার পর নিজেদের জীবন সম্পর্কে খোলামেলাভাবে আলোচনা করি। তখন ওর জীবনের গল্প শুনে আমার কাছে মনে হয় আমরা দু’জন একইরকম।’
এদিকে স্বামীর সন্তান জন্ম দেওয়ার ঘটনায় বেশ উচ্ছাস প্রকাশ করেন তিনি। ডানা জানান, ঘরে সন্তান আসার ঘটনা তাদের জীবনের সবচেয়ে সুখের ঘটনাগুলোর একটি।
ডেইলি বাংলাদেশ/মাহাদী