রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ২৯
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৫৭ ৩ জুলাই ২০২২ আপডেট: ১০:৫৯ ৩ জুলাই ২০২২

ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার ৮০৮ পিস ইয়াবা ও চার কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিএমপি সূত্রে জানা গেছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর