হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:০২ ৩ জুলাই ২০২২

প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগের নিমতলা এলাকায় একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে দুর্ঘটনায় মারা যাওয়া ঐ যুবকের নাম মো. আরিফ (২৫)। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাকলিয়া গ্রামে।
দুর্ঘটনার পরপরই তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার এসআই কৃষ্ণ কমল জানান, আমরা খবর পেয়ে হাজারীবাগ এলাকা থেকে আরিফের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর