বাসায় ফেরার পথে ফ্লাইওভারে প্রাণ গেল যুবকের
প্রকাশিত: ০৩:১৭ ২৬ জুন ২০২২

ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক যুবক আহত হয়।
শনিবার রাত ১০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিরাজুল ইসলাম শাওন (২৩) এবং তার সাথে থাকা আহত যুবকের নাম রাব্বি।
নিহত মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুর জেলার সিরাজ মিয়ার সন্তান। তিনি সবুজবাগ মায়াকানন মঞ্জু কমিশনার গলি এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহতের স্বজনরা জানান, বাসায় ফেরার জন্য মোটরসাইকেলযোগে সবুজবাগের দিকে যাচ্ছিলেন শাওন ও রাব্বি। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় তারা আহত হন। পরে শাওন হাসপাতালে মারা যান। নিহত শাওন পেশায় ব্যবসায়ী ছিলেন। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে এর বিস্তারিত কিছুই জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/AS