রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪০ ২৪ জুন ২০২২

ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয় হাজার ১৮ ইয়াবা , ৬৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৭২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ১৪৪ বোতল ফেনসিডিল ও ৩৭ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ