যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্যানসার রোগী নিহত
প্রকাশিত: ১৩:৫২ ২৩ মে ২০২২

ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় সিএনজিচালক ঐ ব্যক্তি ক্যানসার রোগে ভুগছিলেন। তার মানসিক সমস্যাও ছিল।
রোববার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী কাজলা ব্রিজ এলাকায়এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয় ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই সাব্বির হোসেন। তিনি বলেন, রাতে কাজলা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নজরুল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রহা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়া পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
ডেইলি বাংলাদেশ/জেডআর