হিডেন স্পাই কিট দিয়ে পরীক্ষায় পাস করানোর নিশ্চয়তা দিতেন তারা
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৪৫ ১৯ মে ২০২২

ফাইল ছবি
হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় পাস করানোর নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। চক্রের মূলহোতার নাম ইকবাল। গ্রেফতার অন্য দুইজন তার সহযোগী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য। তাদের কাছ থেকে বেশকিছু ডিভাইস ও আলামত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে র্যাব।
ডেইলি বাংলাদেশ/এমএস