রাজধানীতে নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:৩৩ ১৮ জানুয়ারি ২০২২ আপডেট: ২১:৩৫ ১৮ জানুয়ারি ২০২২

ছবি প্রতীকী
রাজধানীর কলাবাগানে ফারজানা আক্তার (১৬) নামের এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলাবাগান থানার উপ- পরিদর্শক (এসআই) শামিম হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নির্যাতিত গৃহকর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কলাবাগানের সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
স্থানীয়রা জানিয়েছেন, ফারজানা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল রোডের ওই বাসায় কাজ করছিল। গৃহকর্ত্রী প্রায়ই তার ওপর নির্যাতন চালাতো। নির্যাতন সইতে না পেরে তা পরিবারকে জানায় ফারজানা। খবর পেয়ে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ