এখনো নিয়ন্ত্রণে আসেনি আলম গার্মেন্টসের আগুন
প্রকাশিত: ০৩:১২ ১৬ জানুয়ারি ২০২২ আপডেট: ০৩:১৪ ১৬ জানুয়ারি ২০২২

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর পোস্তগোলার শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে কাজ করছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে অৃগ্নিকাণ্ডের ঘটনা গার্মেন্টসে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের।
শনিবার দিবাগত রাত পোনে ৩টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
আরো পড়ুন: শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
তিনি বলেন, শ্যামপুর সাততলা ভবনের চতুর্থ তলায় আলম গার্মেন্টসে রাত পৌনে ১২টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরো চারটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রথমদিকে আগুনের যে ভয়াবহতা ছিল, এখন তা অনেকটা কমে এসেছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস থেকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হবে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা।
জানা যায়, সাততলা ভবনের চতুর্থ তলায় গার্মেন্টসটির পোশাক তৈরির সর্বশেষ ধাপের কাজ চলতো। গার্মেন্টসটিতে শিপমেন্টের আগে একাধিক শিফটে কাজ হতো। তবে আগুন লাগার সময় সেখানে কাজ চলছিল কিনা তা জানা যায়নি।
এদিকে আগুন লাগার পর চতুর্থ তলা থেকে ছয় থেকে সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে বের করে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডেইলি বাংলাদেশ/জেডআর