উত্তর কাফরুলে ভাগ্যকুলের পাশের ভবনে আগুন
প্রকাশিত: ০৬:০৪ ৫ মার্চ ২০২১ আপডেট: ০৬:৪৬ ৫ মার্চ ২০২১

উত্তর কাফরুলে ভাগ্যকুলের পাশের ভবনে আগুন
রাজধানীর উত্তর কাফরুলে ভাগ্যকুলের পাশের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানমুন হোটালসহ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
শুক্রবার রাত চারটার দিকে ওই ভবনের পেছনের মাঠে একটি খুপরি ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সেটি পাশের ভবনে ছড়িয়ে পরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর পাঁটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকেও আরো দুইটি ইউনিট আসে। তাদের চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডেইলি বাংলাদেশ/আরএইচ