রাজধানীর মানিকনগরে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩৬ ২১ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৬:৪৪ ২১ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীর কুমিল্লা পট্টিতে আগুন- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রোববার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। অগ্নিকাণ্ড বড় আকার ধারণ করতে পারে।
তিনি আরো জানান, এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/এমকেএ