নির্ভয়ে করোনার টিকা নেয়ার আহ্বান জানালেন তাপস
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২৭ ২৩ জানুয়ারি ২০২১ আপডেট: ১৮:২৮ ২৩ জানুয়ারি ২০২১

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি
গুজবে কান না দিয়ে করোনার টিকা নির্ভয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, করোনার টিকা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তার সঠিক জবাব দেয়া হবে।
শনিবার দুপুরে মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ স্মরণে আলোচনা সভায় এ আহ্বান জানান ডিএসসিসি মেয়র। বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ফজলে নূর তাপস বলেন, করোনা টিকা এরই মধ্যে পৌঁছে গেছে, শেখ হাসিনার নেতৃত্ব দূরদর্শী, এটা তারই প্রমাণ। এখন ক্রমান্বয়ে টিকা দেয়া হবে। আমরা সবাই নির্ভয়ে করোনা টিকা নেব। কেউ বিভ্রান্তি ছড়াবেন না।
তিনি আরো বলেন, এই টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হয়তো একটু গা গরম হবে। গুজবে কেউ কান দেবেন না। বাকি সময়টা নিরাপদে থাকতে হলে আমাদের করোনা টিকা নিতে হবে।
ডেইলি বাংলাদেশ/জেডআর