রাজধানীতে আনসার আল ইসলামের পাঁচ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৫৬ ২৩ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
রাজধানীর রুপনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার র্যাব-৪ এর (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তবে আটকদের পরিচয় এখনো জানা যায়নি।
মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, রাজধানীর রুপনগর এলাকায় আনসার আল ইসলামের সক্রিয় পাঁচ সদস্য অবস্থান করছে-এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে জঙ্গিদের আটক করি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
ডেইলি বাংলাদেশ/ইএ/এমকেএ