শিশু পর্নোগ্রাফিতে জড়িত, দম্পতিসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:১১ ১৬ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
শিশু (চাইল্ড) পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার টিম।
গ্রেফতারদের মধ্যে সামিউল শেখ নামের এক ব্যক্তিকে রাজধানীর স্টাফ কোয়ার্টার সংলগ্ন একটি বস্তি থেকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি জানায়, অপর এক ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে পল্টন থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সামিউল শেখকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সিআইডির একটি সূত্র জানায়, সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েকদিন ধরে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িতদের ওপর নজর রাখছিল। পরে তাদের আটক করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডআর