রাজধানীতে ইয়াবা-বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক
প্রকাশিত: ১৯:১৫ ২৭ নভেম্বর ২০২০

ফাইল ছবি
রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ইয়াবা ও বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের মো. সোলাইমান মিয়া ও পটুয়াখালীর মো. আউয়াল হোসেন।
র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঠিকানা পরিবর্তন করে কক্সবাজার থেকে ইয়াবা কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।
তারা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করেও আসছিলো।
আটক দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলা অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমকেএ