গোল্ডেন মনিরের ৩ মামলা ডিবিতে হস্তান্তর
প্রকাশিত: ০০:১৩ ২৫ নভেম্বর ২০২০ আপডেট: ০০:১৩ ২৫ নভেম্বর ২০২০

র্যাবের হাতে গ্রেফতার গোল্ডেন মনির। ফাইল ছবি
কাপড়ের দোকানের কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে মামলা তিনটি ডিবি পুলিশের গুলশান বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরের মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের দ্বিতীয় দিন চলাকালীন মামলা তিনটি ডিবিতে হস্তান্তর করা হলো।
এর আগে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডার মনিরের ছয়তলা বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের অভিযানে মনিরের বাসা থেকে বিদেশি একটি পিস্তল, চারটি গুলি, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল, ২০ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৫০১ ইউএস ডলার, ৫০০ চাইনিজ ইয়েন, ৫২০ রুপি, ১ হাজার সিঙ্গাপুরের ডলার, ২ লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম, ৬৬০ থাই বাথ উদ্ধার করা হয়েছে।
এগুলোর মূল্যমান ৮ লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা। এছাড়া ৬০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডআর