মহাখালী সাততলা বস্তিতে আগুন
পাঠ্যবই ও বিয়ের শাড়ি সঙ্গে স্বপ্নও কেড়ে নিলো আগুন
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:৫৭ ২৪ নভেম্বর ২০২০ আপডেট: ১০:৩৭ ২৪ নভেম্বর ২০২০

পাঠ্যবই আর বিয়ের শাড়ি সঙ্গে তাদের স্বপ্নও কেড়ে নিলো আগুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ঘরবাড়িসহ পুড়ে গেছে বহু মানুষের স্বপ্ন। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে বস্তির বাসিন্দা বীথি রানীর বিয়ের বেনারসি শাড়ি পুড়ে গেছে। অপরদিকে পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়ার পাঠ্যবইগুলোও পুড়ে গেছে। এছাড়া প্রায় ৬০ থেকে ৭০টি বস্তিঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডেইলি বাংলাদেশ/জেএস/এসআর