ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
প্রকাশিত: ১১:২২ ২৯ ফেব্রুয়ারি ২০২০

প্রতীকী ছবি
রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়ায় রিকশা থেকে পড়ে এক নারী মারা গেছেন। শনিবার ভোরে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তারিনা বেগম লিপিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিপি সিলেটের গোলাম কিবরিয়ার স্ত্রী।
নিহতের এক আত্মীয় জানান, এ বছরের ২৪ ফেব্রুয়ারি লিপিরা সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। কমলাপুর স্টেশনে যাওয়ার জন্য বাসার সামনে থেকে তাদের রিকশায় তুলে দেয়া হয়।
তিনি আরো জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিছিলেন। এক রিকশায় লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি এবং অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া ছিলেন। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান লিপি।
মুগদা থানার এসআই আলী আহমেদ জানান, তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/জেএস