রাজধানীতে পৃথক অভিযানে মাদকসহ আটক ৭
প্রকাশিত: ২০:৩২ ২১ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর গেন্ডারিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা ও ডেমরা এলাকা থেকে বিদেশি মদ ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আটকরা হলো- মো. শফিকুল (২৮), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. মাসুদুর রহমান (৪০), মো. রুবেল(৩০), জোবায়ের রহমান (৩০), মো. বিপ্লব (২৫) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব-১০ এর একটি দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ২২৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। অভিযানটির নেতৃত্ব দেন উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক র্যাব-১০।
এসময় তাদের কাছ থেকে ১২ টি মোবাইল ফোন, নগদ ৬১ হাজার ৩৭০ টাকাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
অন্য একটি অভিযানে বৃহস্পতিবার রাত ৯ টার সময় ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে দুই বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১০।
এছাড়াও বৃহস্পতিবার রাত ১১টার সময় রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন,র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক বিরোধী মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/ইএ/এমআরকে