গাড়ি ছিনতাইয়ের সময় গ্রেফতার এক
প্রকাশিত: ১৭:৫১ ২১ জুন ২০১৯

ফাইল ফটো
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গাড়ি ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ। তার নাম-ইয়াছিন (২০)। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রয়েল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাফিক সূত্র জানায়, বিকেলে গোলাম কিবরিয়া নিজ গাড়ি (ঢাকা মেট্রো-গ-২১-৯৭৭৭) চালিয়ে মহাখালীর দিকে যাচ্ছিলেন। গ্রেফতার ইয়াছিন গাড়ির পিছনে আঘাত করে। হঠাৎ আঘাতের শব্দ পেয়ে গাড়ির মালিক বিষয়টি দেখার জন্য গাড়ি থামিয়ে দরজা খোলেন।
পরে ইয়াছিন তার চোখে-মুখে মলম জাতীয় ওষুধ লাগিয়ে ও কিল ঘুষি মেরে গাড়ি থেকে ফেলে দেয়। পরে সে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে ধাওয়া করে। দ্রুত পালাতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় ইয়াছিন। এ সময় ইয়াছিনকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে