ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৪৫ ২১ জুন ২০১৯

ছবি: সংগৃহীত
অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার বিরুদ্ধে রাজধানীতে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন চিপস তৈরির অপরাধে জুরাইনের পোস্তগলার ডি আর ফুডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ২টায় ডি আর ফুডস কারখানায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। আদালতকে সহায়তা করে ডিএমপি’র একটি দল ও বিএসটিআই এর কর্মকর্তারা।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে আদালত দেখতে পায়, ডি আর ফুডস কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই চিপস তৈরি করা হচ্ছে। এই অপরাধে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে