রাজধানীতে মাদকসহ আটক ৬২
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:১৪ ২১ জুন ২০১৯

ফাইল ফটো
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা সংস্থা ডিবি।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরের সময় তাদের কাছ থেকে ৭'শ ৩৪ পিস ইয়াবা, ফেনসিডিল ২৪৩ বোতল, ৪ হাজার ৩০৯ পুরিয়া হেরোইন ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/ইএ/টিআরএইচ
English HighlightsREAD MORE »