মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৮:১৬ ২০ জুন ২০১৯ আপডেট: ০৮:১৭ ২০ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত যুবকের কাছ থেকে দুটি পিস্তল, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ডেইলি বাংলাদেশ/আরএ
English HighlightsREAD MORE »