ওরা দু’বোন হারিয়ে গেছে
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:১১ ১৯ জুন ২০১৯

ছবি: সংগৃহীত
আনিছা আক্তার ও রিয়া আক্তার দুই বোন। ওরা হারিয়ে গেছে। আনিছার বয়স ১৬ বছর আর রিয়ার বয়স ১৪ বছর। তাদের গায়ের রং ফর্সা ও মুখের আকৃতি গোলাকার। হারিয়ে যাওয়ার সময় আনিছার পরনে ছিল কালো ও লাল রঙের থ্রি-পিস ও রিয়ার পরনে ছিল নীল রঙের থ্রি-পিস। আনিছার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি ও রিয়ার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি বলে পারিবার জানিয়েছে।
বুধবার তাদের সন্ধানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাধ্যমে অনুরোধ জানানো হয়।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়- গত ১৩ জুন হাতিরঝিলের আমবাগানের বাসা থেকে বের হয়ে তারা দু’বোন আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় তাদের মা শিরিন আক্তার ১৭ জুন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি-৬৩৭) করেছেন। কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদ গ্রামের মো. হানিফ এর মেয়ে তারা।
কেউ তাদের সন্ধান পেলে হাতিরঝিল থানার ওসি’র (০১৭৬৯-৬৯৫১০০) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ