প্রাইভেট কার ভর্তি বিয়ারসহ আটক তিন
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:২১ ১৯ জুন ২০১৯ আপডেট: ১৯:২৬ ১৯ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২টি প্রাইভেটকার থেকে ৪০৭ ক্যান বিদেশি বিয়ার ও ২ বোতল মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। তাদের নাম- ফুলবাবু (২৩), আব্দুল হালিম (৩৯) ও রাব্বি (২০)।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বুধবার বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জান খান এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় মদ ও বিয়ার বিক্রি করে আসছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ