ট্রাফিক আইন অমান্যে জরিমানা ৩৩ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০০ ১৯ জুন ২০১৯

ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন না মানায় ৩৩ লাখ ৪৮ হাজার ৫৫০ টাকা জরিমানা ও ৭ হাজার ২২২টি মামলা করা হয়েছে। এছাড়া ৫৯টি গাড়ি ডাম্পিং ও ৬৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মঙ্গলবার রাজধানীতে দিনভর অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা আদায় করে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানায়, মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১৩৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১ হাজার ৬৩১টি এবং মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
অপরদিকে, ট্রাফিক আইন অমান্য করায় ২ হাজার ৫৯৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৫৫টি মোটরসাইকেল আটক করা হয়।এছাড়া চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ