নাটক করতেই বিএনপি দুদকে গেছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত: ২০:৪৯ ১১ এপ্রিল ২০২২ আপডেট: ১৫:৪৩ ১২ এপ্রিল ২০২২

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ছবি: সংগৃহীত
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সত্যিকার অর্থে বিএনপি নাটক করতেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছে। দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারের উচ্চপদস্থদের বিরুদ্ধে দুদকে বিএনপির অভিযোগ দাখিল করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি টেলিভিশনে দেখলাম দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পক্ষ থেকে ‘আলাল-দুলালরা’ দুদকে গেছেন। আমি মনে করি, দুদক বরং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাট হয়েছে এবং তাদের কারণে কীভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সে তথ্যটা পাবে।
বিএনপি মহাসচিব পাকিস্তানের নির্বাচন পদ্ধতিকে গণতন্ত্রের আদর্শ বলেছেন- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এতদিন ধরে বলে আসছিলাম বিএনপি এবং তার মিত্রদের কাছে পাকিস্তানই হচ্ছে আদর্শ। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন, দেশটাকে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে, কিন্তু পারেননি। তারা যে এখনো পাকিস্তানকে অনুসরণ করেন, দেশটাকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চান, সেটি মির্জা ফখরুল সাহেব গতকাল খোলাসা করেছেন।
ডেইলি বাংলাদেশ/এমআরকে/এইচএন