নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২৭ ১৬ জানুয়ারি ২০২২ আপডেট: ১৮:৩১ ১৬ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা ব্যতীত নারায়ণগঞ্জ জেলা, মহানগরসহ সব থানা ও ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় সংগঠনের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা,রূপগঞ্জ থানা, সোনারগাঁও থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
ডেইলি বাংলাদেশ/জাআ/আরএইচ