যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন হীরা বহিষ্কার
প্রকাশিত: ১৭:০৮ ২১ জানুয়ারি ২০২১ আপডেট: ১৭:২৩ ২১ জানুয়ারি ২০২১

বহিষ্কৃত যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন হীরা
সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন হীরাকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইকবাল আহমদ।
এদিকে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবদুল্লাহ আল মামুন হীরা। তিনি সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশনায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাকে বহিষ্কার করেন।
ডেইলি বাংলাদেশ/এএএম/এমকেএ/এইচএন