হাসানুল হক ইনু করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:০১ ১৮ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:০৮ ১৮ জানুয়ারি ২০২১

হাসানুল হক ইনু। ফাইল ছবি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সোমবার সন্ধ্যায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, গত শনিবার তৃতীয়বারের মতো হাসানুল হক ইনুর করোনা পরীক্ষা (কোভিড-১৯) করা হয়। ওই দিন রাতেই ফলাফল পজিটিভ আসে।
তবে সিটিস্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আব্দুল্লাহিল কাইয়ূম।
ডেইলি বাংলাদেশ/জেডআর