মৃত্যুর পর
মূলঃ উইলিয়াম শেক্সপিয়ার ( রোমিও এন্ড জুলিয়েট)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:১০ ২৬ মে ২০২২

ছবি: অন্তর্জাল
“যখন সে মরে যাবে,
তোমরা তাকে নিয়ে যেয়ো এবং তার শরীর কেটে ছোটো ছোটো তারা তৈরি করো,
সেগুলো আকাশের মুখকে অপরূপ সৌন্দর্যে রাঙিয়ে দেবে,
তখন পুরো পৃথিবী রাতের প্রেমে পড়ে যাবে
এবং উজ্জ্বল সূর্যের উপাসনা থেকে নিজেকে বিরত রাখবে।”
ডেইলি বাংলাদেশ/এমআরকে