অন লিভিং
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৫১ ১৬ এপ্রিল ২০২২

ছবি: অন্তর্জাল
“বেঁচে থাকা মানে শুধু অফিসে যাওয়া নয়, অথবা পরীক্ষায় পাশ করা নয়, অথবা সন্তানের পিতামাতা হওয়া নয়, অথবা রুজিরোজগারের জন্যে চিরকালীন সংগ্রাম নয়। এগুলো এর অংশ মাত্র। বেঁচে থাকা বলতে আরো বোঝায় গাছ দেখা, নদীর জলের ওপরে পড়া সূর্যের আলো দেখা, পাখিকে উড়তে দেখা, মেঘের আড়ালে ভাসতে থাকা চাঁদকে দেখা। বেঁচে থাকার মানে হলো মৃদু হাসি বা অশ্রুকে বুঝতে পারা, অস্থিরতা ও উদবিগ্নতা অনুভব করা, ভালোবাসা বুঝতে পারা, ভদ্র ও সহমর্মি হওয়া। এছাড়াও বেঁচে থাকা মানে অস্তিত্বের অসাধারণ বিস্তার ও গভীরতাকে অনুভব করতে শেখা।” - যিদ্দু কৃষ্ণমূর্তি
ডেইলি বাংলাদেশ/এমআরকে