ইতিহাস শিক্ষা
মূলঃ বার্ট্রান্ড রাসেল
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:০৬ ১৫ এপ্রিল ২০২২ আপডেট: ২০:৫৬ ১৫ এপ্রিল ২০২২

ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)
“ইতিহাস শেখানো উচিত সভ্যতার উন্মেষ ও উত্থান হিসেবে। কোনো জাতির ইতিহাস হিসেবে নয়। এই শিক্ষা হওয়া উচিত মানবজাতির জন্যে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। কখনোই নিজের দেশের প্রতি অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া উচিত নয়। শিশুদের জানা উচিত যে, প্রত্যেকটা দেশই অপরাধ করেছে এবং বেশিরভাগ অপরাধই ছিল গুরুতর ভুল। তাদের জানা উচিত গণ উত্তেজনা কীভাবে একটা পুরো জাতিকে মূর্খতার ভেতরে ঠেলে দেয়। যে মূর্খতা তাদের প্রলুব্ধ করে বিরাজমান পাগলামিতে অংশগ্রহণ না করা সল্প সংখ্যক মানুষের ওপরেও চড়াও হয়ে নিপীড়ন চালাতে।”
ডেইলি বাংলাদেশ/কেবি/জেডআর