প্রকাশিত হলো সালমান হাবীবের সপ্তম কাব্যগ্রন্থ ‘মন খারাপের মন ভালো নেই’
প্রকাশিত: ১৩:২৪ ২১ ফেব্রুয়ারি ২০২২ আপডেট: ১৪:৩২ ২১ ফেব্রুয়ারি ২০২২

সালমান হাবীবের সপ্তম কাব্যগ্রন্থ ‘মন খারাপের মন ভালো নেই’। ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীবের সপ্তম কাব্যগ্রন্থ ‘মন খারাপের মন ভালো নেই’। বইটি মেলায় ভূমি প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি পাওয়া যাবে রকমারি ডটকমেও।
বইটির প্রচ্ছদ করেছেন আহমাদুল্লাহ ইকরাম। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। এর মূল্য ধরা হয়েছে ২২০ টাকা।
সালমান হাবীব নিজেকে একজন কবিতায় গল্প বলা মানুষ বলে দাবি করেন। তার প্রতিটি লেখায় কোনো না কোনো চিত্রকল্প ফুটে ওঠে। যাপিত জীবনের হাসি-কান্না বিরহ-বেদনা ছাড়াও তিনি তৈরি করেছেন ইসলামি কবিতার এক নতুন ধারা।
আরো পড়ুন : রুবাইদা গুলশানের বই ‘তিতা কথা’
তার প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’ এবং সর্বশেষ এবার অমর একুশে গ্রন্থমেলায় উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘মন খারাপের মন ভালো নেই’।
বর্তমান সময়ে কবিতার প্রতি মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। কবিতা বলতে মানুষ ভাবে, গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কবিতার প্রতি যখন মানুষের এমন অনিহা ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবীব।
ডেইলি বাংলাদেশ/কেবি