বইমেলায় আসছে আহসান ইমামের ‘এলেবেলে’
প্রকাশিত: ১৬:০৮ ১৬ ফেব্রুয়ারি ২০২২

একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে লেখক আহসান ইমামের প্রথম কাব্যগ্রন্থ ‘এলেবেলে’।
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে লেখক আহসান ইমামের প্রথম কাব্যগ্রন্থ ‘এলেবেলে’। বইটি প্রকাশ করছে আইডিয়া প্রকাশন।
সাকিল মাসুদের প্রচ্ছদ করা বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইটিতে রয়েছে ১২৫টি কবিতা।
বই প্রকাশ সম্পর্কে লেখক আহসান ইমাম বলেন, কবিতার প্রতি আগ্রহ ছোট বেলা থেকে। লেখালেখির শুরুও ছেলেবেলায়। তবে আজকাল মনে হয় এগুলো আসলে কবিতা কি? মনে হয় জীবনের সকল ভাবনা, সকল আয়োজন কবিতায় ধরা দেয়। এমন সব ভাবনা থেকেই ‘এলেবেল’ বইয়ের কবিতাগুলো লেখা।
বইটি বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় আইডিয়া প্রকাশনের স্টলে পাওয়া যাবে।
ডেইলি বাংলাদেশ/কেবি